পার্বতীপুর উপজেলায় শুব্বান কমিটি গঠিত
- আপডেট সময় : ০৮:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৬১২ বার পড়া হয়েছে
পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার: পার্বতীপুরে ২০ ডিসেম্বর মাগরিববাদ পৌর সভার নতুন বাজার কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে শুব্বান কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হাফেজ মোঃ শামীম রেজা, সেক্রেটারি মোঃ মোকলেছুর রহমানকে নির্বাচন করেছেন । জানা গেছে, পার্বতীপুর উপজেলা কর্মী সম্মলন ও শুব্বান কমিটি আহলে হাদিস মসজিদে মাগরিববাদ মুসুল্লিদের উপস্হিতে কমিটির নাম ঘোষনা করেন জেলা জমঈয়তের শুব্বান সেক্রেটারি মোহাম্মদ রাশেদুল ইসলাম। শুব্বান কমিটির কর্মী সম্মলনে সভাপতিত্ব করেন, জমঈয়তে আহলে হাদিস পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফছার আলী । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস সেক্রেটারী জেনারেল শাইখ ড. মোহাম্মদ শহীদুল্লাহ খান আল মাদানী। তিনি তার বক্তব্যে দ্বীনি শিক্ষায় তাওহীদের প্রতি গুরত্ব দিয়ে বলেন, আকিদা কখনো নষ্ট করা যাবে না। তার উপর অবিচল প্রস্তুত থাকতে হবে। ইলেম শিক্ষা করা এবং শিক্ষা দেয়া প্রতিটি মোমিন মুসলমানদের দায়িত্বের কথা ও তুলে ধরেন। তিনি আরও বলেন, নিজে যা আমল করেন তার চেয়ে আল্লার রাস্তায় দাওয়াতি কাজ অধিক শ্রেষ্টের কথাও উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর শাখা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি শাইখ মোহাম্মদ আব্দুল জলিল আল মাদানী ও জমঈয়তে আহলে হাদিস জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম, আহলে হাদিস মসজিদের পেশ ইমাম মোঃ আজাহার আলীসহ, মোঃ হাফিজুর রহমান চাঁদআলী, এন্তাজুল হক, কাজী কামরুল হাসান সালামী মোঃ ছামিউল ইসলাম, মোঃ আনিছুর রহমান প্রমূখ। এ ছাড়াও শহরের অনেক মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।