সংবাদ শিরোনাম ::
শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ৬৬৮ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুরে বিশ্ব শান্তির অগ্রদূত,ডিজিটাল বাংলাদেশের রূপকার,উন্নয়ন ও অগ্রযাত্রার পথিকৃত,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জন্মদিনের কেক কাটা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ জহিরুল হক ভুইঁয়া মোহন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোঃ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিল।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,বয়স্কভাতার কার্ড প্রদান,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও কেক কাটা হয়।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,আমির হোসেন,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক রাব্বি খান,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।