ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিবপুরের সৈয়দনগরে বাসচাপায় কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ৬৫৮ বার পড়া হয়েছে

মাহবুব খান: নরসিংদীর শিবপুরে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাপায় আব্বাস আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী (৬০) উপজেলার পুটিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্বজনরা জানান, নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে আব্বাস আলী সকালে বাড়ি থেকে বের হন। তিনি সৈয়দনগর বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী লন্ডন এক্সপ্রেস এর একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নূর হায়দার তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন ওই বৃদ্ধ। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Mahbub Khan Akash

"মুক্ত সংবাদ" আপনার মত প্রকাশে সদা জাগ্রত। আমরা কাজ করি সত্যের অন্বেষণে।
ট্যাগস :

শিবপুরের সৈয়দনগরে বাসচাপায় কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

মাহবুব খান: নরসিংদীর শিবপুরে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহি বাসের চাপায় আব্বাস আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী (৬০) উপজেলার পুটিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্বজনরা জানান, নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে আব্বাস আলী সকালে বাড়ি থেকে বের হন। তিনি সৈয়দনগর বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী লন্ডন এক্সপ্রেস এর একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) নূর হায়দার তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন ওই বৃদ্ধ। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে।