২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশ করেছে শিবপুর উপজেলা আওয়ামী লীগ
- আপডেট সময় : ১১:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৬০৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
২১শে আগস্ট,জাতির জনক বঙ্গবন্ধু কন্যা,দেশরত্ন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুহাসিন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্ত্তী, আমির হোসেন, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান,উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুব আলম মোল্লা তাজুল,সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত ২১শে আগস্ট গ্রেনেড হামলার সকল ঘাতকদের বিচার প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করার দাবী জানান।
পরে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।