ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত

মুক্ত সংবাদ
  • আপডেট সময় : ০৩:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৬৮৫ বার পড়া হয়েছে

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর-ইটাখোলা সড়কের শিবপুর পচাঁরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। প্রাথমিকভাবে কারও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও ট্রাকটি জব্দে কাজ করছে ফায়ার সার্ভিসের দল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি শিবপুর উপজেলার পঁচারবাড়ী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। খবর পেয় শিবপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত

আপডেট সময় : ০৩:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর-ইটাখোলা সড়কের শিবপুর পচাঁরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। প্রাথমিকভাবে কারও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও ট্রাকটি জব্দে কাজ করছে ফায়ার সার্ভিসের দল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি শিবপুর উপজেলার পঁচারবাড়ী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। খবর পেয় শিবপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।