শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হুইল চেয়ার প্রদান
- আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ৭৯৮ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চলাচলের সুবিধার্থে চারটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হুইল চেয়ারগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ।
বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকার, ন্যায় বিচার ও প্রাপ্যতা নিশ্চিতকরণ (আরজেইপিআইবি) প্রকল্পের আওতায় নরসিংদী ডিজএজ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এনডিপিওডি) পরিচালক শেখ সানাউল্লাহ চেয়ারগুলো হস্তান্তর করেন। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সেন্টার ফর ডিসএ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (সিডিডি) এর অর্থায়নে এই চেয়ারগুলো প্রদান করা হয়। এছাড়া শিবপুর পৌরসভা, উপজেলার মাছিমপুর, দুলালপুর ও সাধারচর ইউনিয়ন পরিষদে একটি করে চেয়ার প্রদান করা হবে বলে জানান ডিপিওডির নরসিংদীর পরিচালক শেখ সানাউল্লাহ।