শিবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ৬৯২ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার (২৯ মার্চ ) বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা ও শিবপুর থেকে নির্বাচিত সংসদ সংদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন মিয়া,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,ভাইস চেয়ারম্যান শরীফ সারোওয়ার,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনুজির আহমেদ খান, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার কালামিয়া,আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান,বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার, যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমেদ,দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লাসহ শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।