শিবপুরে বহুকাঙ্ক্ষিত ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মোহন
- আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ৬৪৭ বার পড়া হয়েছে
মাহবুব খান: শিবপুর উপজেলা সদরের পুরাতন সাব রেজিষ্ট্রি অফিস হতে ঠোটপাড়া সড়কের পাহাড়িয়া নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর বাস্তবায়নে ৬০ মিটার দৈঘ্য আরসিসি এই ভেরিয়েবল গার্ডার ব্রীজটি নির্মাণ কাজে ব্যয় হবে ৩ কোটি ৭৯ লাখ টাকা।
মঙ্গলবার (২৯ মার্চ) বহুকাঙ্ক্ষিত ব্রিজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ঠোটপাড়া এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মোহন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।