শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক নূরে আলম মোল্লার জানাযা নামাজ সম্পন্ন
- আপডেট সময় : ০২:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ৭৮৬ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা নূরে আলম মোল্লা (বয়স-৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর ধানুয়া নিজ বাড়ীতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।বৃহস্পতিবার বাদ আছর শিবপুর ধানুয়া কলেজ মাঠে নূরে আলম মোল্লার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন এবং জানাজ নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্যকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি খায়রুল কবীর খোকন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু প্রমুখ। জানাজা নামাজে শিবপুরের আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সর্ব মহলের শীর্ষ নেতারা এবং হাজারো মানুষ উপস্থিত ছিলেন।