সংবাদ শিরোনাম ::
শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতিচারণ ও দোয়া মাহফিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ৮৩৮ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুরে হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৪ আগস্ট) সকালে ইন্সটিটিউট হল রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল ছগির, ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ আলমগীর হোসেন।
উপাধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন। বক্তব্য শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।