সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএপি— আলহাজ্ব মনজুর এলাহী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ৭২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি,গুম খুন ও হত্যা করে বিএনপিকে ধ্বংস করা যাবেনা
–——–আলহাজ্ব মনজুর এলাহী
মাহবুব খান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী চলমান ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৯ আগস্ট শিবপুর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে শিবপুর উপজেলা ও পৌরসভা যুবদলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী এসব কথা বলেন।তিনি আরও বলেন ২০২৩ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখবেননা।পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন আমরা পরাধীন হয়ে থাকবনা।বৈষম্য মূলক আচরণ বাংলাদেশে হতে দেওয়া যাবেনা।আমাদের দেশ আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে।বিদেশে আমাদের বন্ধু রয়েছে কিন্তু কোন প্রভু নেই।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে মনজুর এলাহীর বাগান বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব ও নরসিংদী-৩ শিবপুর থেকে ধানের শীষের প্রতিনিধি মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পৌরসভা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল মৈশান,নরসিংদী জেলা বিএনপি’র সদস্য মাজহারুল হক টিটু,শিবপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মনছুর আহমেদ,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা ও শিবপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক আবুল কালাম মৈশান।শিবপুর পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ কমল কাজীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি আক্রাম হোসেন ভূঁইয়া রুহিন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লাসহ উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীবৃন্দ।