শিবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান
- আপডেট সময় : ০২:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ৭২৭ বার পড়া হয়েছে
মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নরসিংদীর শিবপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পক্ষ থেকে প্রতিবন্ধী সহায়ক সামগ্রী হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর কলেজ গেইট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব।এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,শিবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিসাদুল ইসলাম খান রাজন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মোশারফ ভূঁইয়া,শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মোল্লা, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহান,যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন,আওয়ামী লীগ নেতা দেলোয়ার,উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের নেতা আসলাম ভূইয়া, রুবেল মিয়া,তারিফ ইসলাম জুয়েল,মাহমুদুল হক খান মনির,ওয়াফিফ রহমান ইমন,অলিউল্লাহ মিয়া,মিজানুর রহমান মিজান, মুকুল,মইনুল খান,তন্ময় হাসান প্রমূখ।
উল্লেখ্য,কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুবের নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে শিবপুরের অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন অবহেলিত মানুষের মাঝেও হুইল চেয়ার বিতরণ অব্যাহত থাকবে।সেই সাথে সুবিধা বঞ্চিত স্বামীহারা মহিলাদেরকে সেলাই মেশিন দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।