নরসিংদীরতে বাস ও সিএনজির সংর্ঘষে নিহত ২, আহত ৪
- আপডেট সময় : ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / ৬২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজির আরও ৪ যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ভাটপাড়ার চাকশাল রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাঁচদোনা গ্রামের একাব্বর মিয়ার ছেলে সিএনজি চালক মজিবর রহমান (৪০) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলের সিএনজি যাত্রী আমির হামজা (৩৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা থেকে সিএনজিটি যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি ভাটপাড়ার চাকশাল এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটাস্থলেই নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।
মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে যায়।