শিবপুরে ঐতিহ্যবাহী দাড়িচাবাধা খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / ৭৫৫ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নে চৌঘরিয়া যুব সমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িচাবাধা খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে চৌঘরিয়া মোল্লাবাড়ি সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলায় নরসিংদীর বিশিষ্ট ব্যাবসায়ী মো: আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল।খেলার উদ্বোধন করেন ডিএমপি হেডকোয়াটার্স এর সাব ইন্সপেক্টর ফরহাদ আলম সোহাগ,প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন শিবপুর উপজেলা সমবায় অফিসার আব্দুল জলিল ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন,মাছিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা,উপজেেলা যুবলীগের কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম রিপন প্রমুখ।
খেলায় অংশগ্রহণ করে চৌঘরিয়া দাড়িচাবাধা একাদশ বনাম মাছিমপুর দাড়িচাবাধা একাদশ।নির্ধারিত সময়ের খেলাটি ৪-৪ পয়েন্টে ড্র হওয়ায় টসের মাধ্যমে চৌঘরিয়া দাড়িচাবাধা একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়।
পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে এলইডি টিভি পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।