শিবপুরে শীতবস্ত্র বিতরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মহিলা আওয়ামী লীগ নেত্রী রিমি
- আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ৬৪৩ বার পড়া হয়েছে
মাহবুব খান
নরসিংদীর শিবপুরে চারশতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বাঘাব নাওহোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
মেট্টো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহসিনা জান্নাত রিমির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার,শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ।
বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সিদ্দিক মাষ্টারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বিএসসি।
মোহসিন জান্নাত রিমি বলেন,অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে একটু উষ্ণতা ছড়াতে আমি সুদূর যুক্তরাষ্ট্র থেকে জন্মভূমিতে ছুটে এসেছি,আমার দ্বারা যদি অসহায় মানুষেরা সামান্য উপকৃত হয় তাতেই আত্মতৃপ্তি মিলবে।