শিবপুরে শ্রমিক লীগ নেতার স্মরণে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ৬৭৬ বার পড়া হয়েছে
মাহবুব খান: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নরসিংদীর শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত মরহুম মোঃ লিটন সরকারের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ইটাখোলা মোড়ে সড়ক পরিবহন শ্রমিক লীগ কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির।
উপজেলা শাখা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হিরন প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সৈয়দ ফজলুর রহমান,নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রিপন সরকার প্রমূখ।আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।