শিবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- আপডেট সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ৬৩৭ বার পড়া হয়েছে
মাহবুব খান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে দলীয় নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির। সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান,যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমির হোসেন,জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনু,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ।এসময় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।