সাধারচরে এমপি মোহনের পক্ষ থেকে ঈদে যাকাতের বস্ত্র বিতরণের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১১:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৬০৮ বার পড়া হয়েছে
মাহবুব খান
শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যাকাতের বস্ত্র বিতরণের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে ইউনিয়নের বন্যার বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও শিবপুরের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের ছোট ভাই মো: জোনায়েদুল হক ভুঁইয়া জুনু,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গাজী স্বপন,প্যানেল চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া,ইউপি সদস্য দেলোয়ার হোসেন,নাজমুল হোসেন,শাকিল আহমেদ,যুবলীগ নেতা মুরাদ হোসেন,হান্নান সিকদার,শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন খান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান ইফরান,সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন সোহান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ খান,সাংগঠনিক সম্পাদক সোহাগ, সাধারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদিকুর রহমান ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক রিফাত মোল্লা ও তপনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।