জয়নগর ইউনিয়নে ঈদে এমপি মোহনের পক্ষ থেকে যাকাতের কাপড় বিতরণের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১২:২৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ৬১২ বার পড়া হয়েছে
মাহবুব খান,নিজস্ব প্রতিবেদক
শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে যাকাতের বস্ত্র বিতরণের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ইউনিয়নের আজকিতলা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও শিবপুরের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহনের ছোট ভাই মো: জোনায়েদুল হক ভুঁইয়া জুনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান,দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হানিফ মিয়া,সহ-সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,ইউপি সদস্যবৃন্দ, পৌরসভা তাঁতীলীগের সভাপতি জহিরুল ইসলাম মিঠু,জেলা প্রজন্ম লীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান ইফরান,সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন সোহানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।