ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজিরের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • / ১২৬২ বার পড়া হয়েছে

মাহবুব খান:

নরসিংদীর শিবপুরে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে এবং সাবেক সাংসদ শহীদ কিরন খাঁন ও উপজেলা আওয়ামী লীগের সা‌বেক সভাপ‌তি শহীদ হারুন খা‌নের সমা‌ধিস্থ‌লে শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন ক‌রেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারমুক্ত সভাপ‌তি মোহসীন না‌জির।

শুক্রবার (১১ আগষ্ট) সকা‌লে উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপতি থে‌কে ভারমুক্ত সভাপ‌তি আলহাজ্ব মোহসীন না‌জির দলীয় নেতা কর্মী‌দের নি‌য়ে উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কার্যাল‌য়ের সম্মু‌খে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ম‌্যুরা‌লে,সা‌বেক এম‌পি শহীদ র‌বিউল আউয়াল খাঁন কির‌ন ও তার স‌হোদর ছোট ভাই উপ‌জেলা আওয়ামী লী‌গের দীর্ঘ ২৫ বছ‌রের সা‌বেক সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান শহীদ আলহাজ্ব হারুনুর রশীদ খা‌ঁনের সমাধীস্থল গ্রা‌মের বা‌ড়ি মজ‌লিশপু‌রে ফু‌লেল শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন ও বি‌শেষ মোনাজাত করা হয় ।
এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রা‌খিল,সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খা‌লেক, বিপ্লব চক্রবর্তী,কেন্দ্রীয় স্বেচ্ছা‌সেবক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব,উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক ফজ‌লে রাব্বী খান,সহ-দপ্তর সম্পাদক মোশারফ ভূঁইয়া,পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ‌মিনুর রশীদ খান তাপস,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,জেলা মৎস‌্য জী‌বি লী‌গের সহ-সভাপ‌তি শহিদ খান,উপ‌জেলা মৎস‌্য জী‌বি লী‌গের সভাপ‌তি জা‌হিদুল শেখ কাউছার,উপ‌জেলা ছাত্র লী‌গের সভাপ‌তি সো‌হেল রানা,সাধারণ সম্পাদক ফাজা‌য়েল ভুইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Mahbub Khan Akash

"মুক্ত সংবাদ" আপনার মত প্রকাশে সদা জাগ্রত। আমরা কাজ করি সত্যের অন্বেষণে।
ট্যাগস :

শিবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজিরের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০২:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

মাহবুব খান:

নরসিংদীর শিবপুরে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে এবং সাবেক সাংসদ শহীদ কিরন খাঁন ও উপজেলা আওয়ামী লীগের সা‌বেক সভাপ‌তি শহীদ হারুন খা‌নের সমা‌ধিস্থ‌লে শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন ক‌রেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারমুক্ত সভাপ‌তি মোহসীন না‌জির।

শুক্রবার (১১ আগষ্ট) সকা‌লে উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপতি থে‌কে ভারমুক্ত সভাপ‌তি আলহাজ্ব মোহসীন না‌জির দলীয় নেতা কর্মী‌দের নি‌য়ে উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কার্যাল‌য়ের সম্মু‌খে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ম‌্যুরা‌লে,সা‌বেক এম‌পি শহীদ র‌বিউল আউয়াল খাঁন কির‌ন ও তার স‌হোদর ছোট ভাই উপ‌জেলা আওয়ামী লী‌গের দীর্ঘ ২৫ বছ‌রের সা‌বেক সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান শহীদ আলহাজ্ব হারুনুর রশীদ খা‌ঁনের সমাধীস্থল গ্রা‌মের বা‌ড়ি মজ‌লিশপু‌রে ফু‌লেল শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন ও বি‌শেষ মোনাজাত করা হয় ।
এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রা‌খিল,সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খা‌লেক, বিপ্লব চক্রবর্তী,কেন্দ্রীয় স্বেচ্ছা‌সেবক লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব,উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক ফজ‌লে রাব্বী খান,সহ-দপ্তর সম্পাদক মোশারফ ভূঁইয়া,পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ‌মিনুর রশীদ খান তাপস,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,জেলা মৎস‌্য জী‌বি লী‌গের সহ-সভাপ‌তি শহিদ খান,উপ‌জেলা মৎস‌্য জী‌বি লী‌গের সভাপ‌তি জা‌হিদুল শেখ কাউছার,উপ‌জেলা ছাত্র লী‌গের সভাপ‌তি সো‌হেল রানা,সাধারণ সম্পাদক ফাজা‌য়েল ভুইয়া প্রমুখ।