শিবপুরে দু’শ প্রতিবন্ধীকে উন্নত খাবার খাওয়ালেন আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপু
- আপডেট সময় : ১২:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
মাহবুব খান:
নরসিংদীর শিবপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়েছে।
নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহফুজুল হক টিপুর অর্থায়নে দু’শ অসহায় দুস্থ প্রতিবন্ধীর মধ্যে এই উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা শেষে মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে প্রতিবন্ধিদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।
নরসিংদী ভিপিওডি’র পরিচালক সানাউল্লাহ শেখের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিষ্টারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম,সদস্য মনির হোসেন,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক দিপু,মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন মাস্টার,শিবপুর পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আখিল মৃধা,জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগে ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, মাহফুজুল হক টিপু উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় প্রতিবন্ধীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করেন।তাছাড়াও তাদেরকে অর্থ ও জামা-কাপড় দিয়ে সহযোগিতা করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে। তাঁর এ মানবিক কর্মকান্ডে প্রতিবন্ধীরা যেমন উপকৃত হচ্ছেন তেমনি প্রশংসা কুড়িয়েছেন শিবপুরের সর্ব মহল থেকে,পেয়েছেন প্রতিবন্ধী বান্ধব নেতার স্বীকৃতি।