শিবপুরে খেলোয়াড়দের জার্সি বিতরণ করলেন কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান
- আপডেট সময় : ০৪:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ৭৫৩ বার পড়া হয়েছে
শিবপুরে খেলোয়াড়দের জার্সি বিতরণ করলেন কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান
শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নে তরুণ ও যুবকদেরকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব।সোমবার (১৩ নভেম্বর) বিকালে বিলশরণ খেলার মাঠে তিনি এই জার্সি বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভুইয়া, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, চক্রধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক জাকারিয়া মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহফুজ, চক্রধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, চক্রধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য,আ.ফ.ম মাহবুবুল হাসান দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি শিবপুরে সামাজিক,সাংস্কৃতিক, ক্রিড়া,শিক্ষা ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী।