নরসিংদী-৩ আসনে নৌকার হাল ধরতে চান ফজলে রাব্বি খান
- আপডেট সময় : ০২:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ৬৩৪ বার পড়া হয়েছে
নরসিংদী-৩ আসনে নৌকার হাল ধরতে চান ফজলে রাব্বি খান
নিজস্ব প্রতিনিধি
আওয়ামী লীগের মনোনয়নে আসতে পারে ব্যাপক চমক। এদিকে, দলীয় অধিকাংশ নেতাকর্মী ও এলাকাবাসীও ঠিক এমনটাই প্রত্যাশা করেন। নরসিংদী-৩ (শিবপুর) আসনে এবার নৌকা প্রতীক নিয়ে লড়তে মাঠে দিনরাত সক্রিয় রয়েছেন তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: ফজলে রাব্বি খান।
জানা যায়,ফজলে রাব্বি খান আওয়ামী লীগের একজন ত্যাগী, পরিশ্রমী, সৎ ও সজ্জন সংগঠক হিসেবে পরিচিত।তার পিতা শহীদ রবিউল আওয়াল খান কিরণ ছিলেন সাবেক জনপ্রিয় সংসদ সদস্য ও চাচা শহীদ হারুনুর রশীদ খান ছিলেন আমৃত্যু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ২৫ বছরের সফল সভাপতি। তার বাবা ও চাচার প্রতি রয়েছে এই সংসদীয় আসনের মানুষের অসীম ভালোবাসা,যে কারণে তিনি এতোটা জনপ্রিয় বলে সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে।
ফজলে রাব্বি খান, শেখ হাসিনার ২০৪১ স্মার্ট বাংলাদেশের ভিশনকে সামনে রেখে নিজ সংসদীয় নরসিংদী-৩ আসনে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।
তিনি বিগত কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের স্থিরচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করে ২০২৪ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে টানা চতুর্থ মেয়াদে বিজয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করে আসছেন।
এদিকে, নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি এই প্রথমবারের মতো দলীয় মনোনয়ন চাইবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কন্যা আমার সকল বিষয় বিবেচনা করে আমাকে মূল্যায়ন করলে জনগণ আগামী নির্বাচনে নরসিংদী-৩ আসনে আমার পক্ষে ব্যাপক গণজোয়ারের সৃষ্টি করবে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমার বিজয়ে একজোট হয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।