সংবাদ শিরোনাম ::
মাহবুব খান এর নির্বাচিত কবিতা “আজব দুনিয়া”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / ৮৯৩ বার পড়া হয়েছে
কবিতা:
আজব দুনিয়া
মাহবুব খান আকাশ
দুনিয়াটা আজব জায়গা যেন রঙ্গমঞ্চের নীড়
আজব কিছু মানুষ সেথায় করছে সদা ভিড়।
রং মেখে কেউ সঙ সাজে আর কেউবা খেলে হুলি
কেউবা আবার ছবি আঁকে হাতে রংতুলি।
আপন মানুষ পর হয়ে যায় স্বার্থ সিদ্ধির লোভে
কারো জীবন নষ্ট হচ্ছে নানারকম ক্ষোভে।
মিছে আশা দেয় হতাশা আছে কিছু লোক
রসের কথায় পড়লে তাদের নষ্ট হয় যে সুখ।
পটা মিয়া ঘটা করে বনে যায় বড় নেতা
প্রকৃত নেতাদের কাছে থাকে ছেঁড়া কাথা।
সুযোগ সন্ধানী তারা সুযোগের খুঁজে থাকে
সমাজ উন্নয়নে তারা কি অবদান রাখে?
ফুটপাতের ক্যানভাসার এখন সর্ব রোগের চিকিৎসক
শিক্ষিতদের ঠেলেঠুলে তারাই নতুন গবেষক!
জ্ঞানীদের কদর কম মূর্খদের আছে বেশ
এদের কারণেই শেষ সোনার বাংলাদেশ।