ফেরদৌসের বার্ষিক আয় ৫০ লাখ
- আপডেট সময় : ১০:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১০৩১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে লড়াই করবেন তিনি। এরই মধ্যে হলফনামা জমা দিয়েছেন ফেরদৌস।
হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ৫০ লাখ ৪৬ হাজার ৪৯৭ টাকা। সেখানে জানা গেল ফেরদৌসের কোনো ব্যাংক ঋণ নেই। গত ২৯ নভেম্বর হলফনামা জমা দেন ফেরদৌস।
হলফনামা থেকে জানা গেছে, চিত্রনায়ক ফেরদৌসের নগদ টাকার পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার ৬৫৮ টাকা। ব্যাংকে রয়েছে ৩১ লাখ ৫৭ হাজার ৯৯৭ টাকা, বিভিন্ন কোম্পানিতে শেয়ার রয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকার।
আর স্থায়ী আমানতের বিপরীতে বিনিয়োগ ১ কোটি ৯ লাখ ৩২ হাজার ২৯৬ টাকা। ২০ লাখ টাকা মূল্যের ব্যক্তিগত গাড়িও রয়েছে তার। ব্যবসায় পুঁজি রয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩১০ টাকা। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
২০১৮ সালের জাতীয় নির্বাচন থেকেই আওয়ামী লীগের বিভিন্ন জনসভা ও প্রচারণায় অংশ নিতে দেখা যায় নায়ক ফেরদৌসকে। তখন থেকেই গুঞ্জন চাউর হয় এই দলের হয়ে নির্বাচনের বিষয়টি। আসন্ন নির্বাচনে অনেক তারকা মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে সবাইকে চমকে দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পান এই নায়ক।