শিবপুরে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৯:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ৭৬৯ বার পড়া হয়েছে
মাহবুব খান,নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের কামারটেকে তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃত্তি প্রদান, কৃতি সন্তান সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ ডিসেম্বর রবিবার একাডেমির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন। দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির প্রধান উপদেষ্টা নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।সম্মাননা প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিসংখ্যান) ড. মোঃ আমির হোসেন, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হুছাইন,জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ, জি এম এস ইন্টারন্যাশনাল এর পরিচালক মোঃ শওকত হোসেন ভূঞা ও প্রাণী সম্পদ বিভাগের সহকারী পরিচালক ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ৬০ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে এককালীন বৃত্তি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোঃ রুহুল সগীর, একাডেমিক সুপার ভাইজার গিয়াসউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান কৃতজ্ঞতায় ছিলেন একাডেমির দাতা সদস্য বিলকিস আক্তার, শুভে শুভেচ্ছান্তে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির।