ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চীনের মধ্যস্থতায় তিন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তার বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ৮১৬ বার পড়া হয়েছে
চীনের মধ্যস্থতায় জান্তাবিরোধী আক্রমণে জড়িত তিন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে মিয়ানমারের সামরিক সরকারের প্রতিনিধিরা। জান্তার মুখপাত্র ঝাও মিন তুন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকটি কোথায় হয়েছে— তা স্পষ্ট নয়। মুখপাত্র আলোচনার বিস্তারিত জানাননি।
সোমবার (১১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচার-মাধ্যমের খবরে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মির (এএ) সঙ্গে বৈঠকের কথা জানানো হয়।
এমআরটিভি’র টেলিগ্রাম চ্যানেলে জান্তার মুখপাত্র বলেন, এই মাসের শেষের দিকে এমন আরেকটি বৈঠক হতে পারে।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গত অক্টোবরের শেষ দিকে তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সমন্বিতভাবে জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করে। ইতোমধ্যে চীন সীমান্তের কাছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলোতে বেশ কয়েকটি সামরিক ফাঁড়ি ও শহরের দখল নিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চীনের মধ্যস্থতায় তিন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তার বৈঠক

আপডেট সময় : ১১:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
চীনের মধ্যস্থতায় জান্তাবিরোধী আক্রমণে জড়িত তিন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে মিয়ানমারের সামরিক সরকারের প্রতিনিধিরা। জান্তার মুখপাত্র ঝাও মিন তুন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বৈঠকটি কোথায় হয়েছে— তা স্পষ্ট নয়। মুখপাত্র আলোচনার বিস্তারিত জানাননি।
সোমবার (১১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচার-মাধ্যমের খবরে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মির (এএ) সঙ্গে বৈঠকের কথা জানানো হয়।
এমআরটিভি’র টেলিগ্রাম চ্যানেলে জান্তার মুখপাত্র বলেন, এই মাসের শেষের দিকে এমন আরেকটি বৈঠক হতে পারে।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। গত অক্টোবরের শেষ দিকে তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সমন্বিতভাবে জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করে। ইতোমধ্যে চীন সীমান্তের কাছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলোতে বেশ কয়েকটি সামরিক ফাঁড়ি ও শহরের দখল নিয়েছে তারা।