নরসিংদীতে ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ৮২০ বার পড়া হয়েছে
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বহুল প্রচারিত ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো ভাবে উদযাপন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) ৬ টা ৩০ মিনিটে নরসিংদী সদর প্রেস ক্লাব কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের স্পেশাল করসপন্ডেন্ট সাংবাদিক মাসুদ রানা বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার জনবান্ধব মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ তানভীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হারুন অর রশিদ , আরো উপস্থিত ছিলেন অপরাধ জগতের চিফ রিপোর্টার মাহবুবুর রহমান খোকন , নরসিংদী সদর প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার শরিফ মিয়া, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পিটু, প্রচার সম্পাদক মাইনুদ্দিন সরকার, সদস্য মোতাহার হোসেন , নরসিংদী ক্রাইম রিপোর্টার্স ইউনিটির, সহ-সভাপতি আলমগীর, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সার্জেন্ট অবঃ আবুল কাশেম, সদর প্রেসক্লাবের উপদেষ্টা হাজী মোস্তফা মিয়া, বিজয় টিভির জেলা প্রতিনিধি আফরোজা আক্তার মিনা , মাতৃ জগত পত্রিকার প্রতিনিধি ফাহিমা খানম, দুর্নীতির খবর 24.com এর বিশেষ প্রতিনিধি লামিয়া সরকার বর্ষা, ক্রাইম রিপোর্টার ইউনিটির কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য রাসেল মোল্লা , হাসান সরকার , সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ । দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা মোশারফ হোসেন রায়পুরী, দৈনিক লাল-সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের প্রকাশক সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদে সুস্বাস্থ্য কামনা করে এবং পত্রিকার সমৃদ্ধি কামনা করে এবং কর্মরত সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন অতিথিবৃন্দ ।