শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১০:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮৬৪ বার পড়া হয়েছে
মাহবুব খান:
নরসিংদীর শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহব্বত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দীন,উপজেলা শিক্ষা অফিসার আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই,আলমগীর হোসেন মৃধা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখ কামাল,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকগণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।