ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিবপুরে ধানক্ষেত থেকে কিশোর রিকশা চালকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৬৭৮ বার পড়া হয়েছে

মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলা থেকে এক কিশোর রিকশা চালকের লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ । রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও-শেরপুর এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মিলন মিয়া (১৪)।
একটি সূত্রে জানা যায়,নিহত কিশোর মিলন মিয়া নীলফামারির ডিমলা উপজেলার নাওতারা গ্রামের মোরশিদুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। নীলফামারী এলাকার আরও কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি মেসে ভাড়া থেকে রিকশা চালাত সে। অভাবের তাড়নায় দুই বছর ধরে নরসিংদী শহরে রিকশা চালিয়ে যাচ্ছিল মিলন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান,রোববার সকাল ৯টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পথ ধরে যাওয়ার সময় ধানক্ষেতে অজ্ঞাত কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সাড়ে ১০টার দিকে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে নিহত কিশোরের পরনের টি শার্টে ছাপা নীলফামারীর একটি ক্লাবের নম্বরে কল দিয়ে নিহতের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে তার সহকর্মী রিকশা চালকেরা নরসিংদী সদর হাসপাতালের মর্গে এসে নিহত কিশোরের লাশ শনাক্ত করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া জানান, ধানক্ষেত থেকে ওই কিশোর রিকশা চালকের ডান হাতের রগকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তার রিকশাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Mahbub Khan Akash

"মুক্ত সংবাদ" আপনার মত প্রকাশে সদা জাগ্রত। আমরা কাজ করি সত্যের অন্বেষণে।
ট্যাগস :

শিবপুরে ধানক্ষেত থেকে কিশোর রিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:০০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলা থেকে এক কিশোর রিকশা চালকের লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ । রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও-শেরপুর এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মিলন মিয়া (১৪)।
একটি সূত্রে জানা যায়,নিহত কিশোর মিলন মিয়া নীলফামারির ডিমলা উপজেলার নাওতারা গ্রামের মোরশিদুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। নীলফামারী এলাকার আরও কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি মেসে ভাড়া থেকে রিকশা চালাত সে। অভাবের তাড়নায় দুই বছর ধরে নরসিংদী শহরে রিকশা চালিয়ে যাচ্ছিল মিলন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান,রোববার সকাল ৯টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পথ ধরে যাওয়ার সময় ধানক্ষেতে অজ্ঞাত কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সাড়ে ১০টার দিকে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে নিহত কিশোরের পরনের টি শার্টে ছাপা নীলফামারীর একটি ক্লাবের নম্বরে কল দিয়ে নিহতের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। পরে তার সহকর্মী রিকশা চালকেরা নরসিংদী সদর হাসপাতালের মর্গে এসে নিহত কিশোরের লাশ শনাক্ত করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া জানান, ধানক্ষেত থেকে ওই কিশোর রিকশা চালকের ডান হাতের রগকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, তার রিকশাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তা নিশ্চিত হতে তদন্ত চলছে।