শিবপুরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ৬৮৩ বার পড়া হয়েছে
মাহবুব খান: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে শিবপুরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবপুর বাসস্ট্যান্ড চত্বরে শনিবার (২৬ মার্চ) আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে এই প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব জাহিদুল শেখ কাউছারে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সোহানা আক্তার ও সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখার উদ্দিন নিপুণ, উপ প্রচার সম্পাদক খোকন সরকার, শিবপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফজলে রাব্বি খান, নরসিংদী জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রিসাতুল খান রাজন, শিবপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যনিবাহী সদস্য শহীদ খান, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য মোঃ আসাদ মিয়া, মোঃ আশিকুর রহমান খানসহ শিবপুর উপজেলা ও ভিবিন্ন ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।