জেলা পুলিশের আয়োজনে শিবপুর মডেল থানায় ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৪:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ৬৬৬ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুর মডেল থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সোমবার (১১ এপ্রিল) শিবপুর মডেল থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, শিবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনর রশীদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সহকারী পুলিশ সুপার (শিবপুর, মনোহরদী সার্কেল) মেজবাহ উদ্দিন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়ার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূইয়া জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া প্রমুখ। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।