শিবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ৬৬৩ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের সাংসদ আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম. তালেব হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনর রশীদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান।শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভুইঁয়া রাখিলের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু,আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, এড. খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।