শিবপুরে মৎসজীবী লীগের নেতাকর্মীদের ঈদ উপহার দিলেন মাহফুজুল হক টিপু
- আপডেট সময় : ০৪:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ৬৬৪ বার পড়া হয়েছে
মাহবুব খান: শিবপুর উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য,বিশিষ্ট ব্যাবসায়ী,সমাজ সেবক,তরুণ ও যুবসমাজের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব মাহফুজুল হক টিপু।শুক্রবার (২৯ এপ্রিল) শিবপুর উপজেলা মৎসজীবী লীগের অস্থায়ী কার্যালয়ে এই ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার শেষে মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবদুল খালেক, বিপ্লব চক্রবর্তী, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল কাদির মিষ্টার, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব জাহিদুল শেখ কাউছার,সম্মানিত সদস্য শহিদ খান,সাবেক ছাত্রলীগ নেতা মিঠু শেখ,চক্রধা ইউনিয়ন মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রনিসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ। পরে শিবপুর কলেজ গেইট ও শিমুলতলা বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আলহাজ্ব মাহফুজুল হক টিপু।