শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০২:৩৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ৬৭৪ বার পড়া হয়েছে
মাহবুব খান: বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন ভূঁইয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ জুন) সকাল ৫:২০ মিনিটে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। আলাউদ্দিন ভূইয়ার মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ খান ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুর ২ টায় সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে প্রথম জানাযা ও বিকাল ৬ টায় দত্তের গাঁও মধ্যপাড়া গ্রামে লতিফুল শায়েস্তাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় জানাযা নামাজে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, মাছিমপুর ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, নরসিংদী বারের সাবেক সভাপতি এডভোকেট হান্নান ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূইয়া জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।