বড় অসময়ে রাজনীতির মাঠ থেকে একজন যুবরাজের নীরব প্রস্থান
- আপডেট সময় : ০৮:০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ৯৩০ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদী শিবপুর উপজেলার ধানুয়া মোল্লা বাড়ি নিবাসী,শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের ছাত্রদল মনোনীত সাবেক জিএস, শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, বর্তমান আহবায়ক, একজন অমায়িক মানুষ, নিরহংকারী, সদা হাস্যোজ্জল, রাজনৈতীক শিষ্টাচারের এক অনন্য উদাহরণ, সমগ্র শিবপুর তথা নরসিংদীর শত সহস্র তরুণ যুবকের রাজনৈতিক অনুপ্রেরণা, অনলবর্ষি বক্তা, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, অসম্ভব স্মার্ট এবং অত্যন্ত বিনয়ী মানুষ নূর-ই আলম মোল্লা গতরাত আনুমানিক ১২:৩০ মিনিটে আকস্মিক হৃদ ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ বাদ আসর শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ ধানুয়া সংলগ্ন, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজা নামাজে শরীক হয়ে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করুন। জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল,একজন জনপ্রিয় ছাত্র ও যুব সংগঠক নূর-ই আলম মোল্লার অকাল প্রয়াণে শিবপুরের জাতীয়তাবাদী পরিবারে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পোষাবার নয়। একজন নূর-ই আলম মোল্লার অনুপুস্থিতি শুধু বিএনপি’র রাজনীতিতে নয় গোটা শিবপুরের রাজনীতিতে এক গভীর শূণ্যতার সৃস্টি করেছে। সদ্য প্রয়াত নূর-ই আলম মোল্লার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার শোকাহত পরিবারকে উক্ত শোক সহ্য করার তৌফিক দান করেন,আমীন।