শিবপুর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ৭০২ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয়তাবাদী দলকে (বিএনপি) পু:নগঠন করার লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপি কর্তৃক গঠিত সাংগঠনিক টিমের সাথে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের শেরপুর বাগান বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক টিমের আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ছালেহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক টিমের সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুখ উদ্দিন ভূইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক টিমের সদস্য ও জেলা বিএনপির সদস্য মাজহারুল হক টিটু, কবির আহমেদ, মনিরুল হক জাবেদ ও আখতার চৌধুরী খাবির। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা, মতিউর রহমান মাতেন মাস্টার, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ঝিনুক, উপজেলা বিএনপির সহ সভাপতি ও আইয়ুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার আবু তাহের, সিনিয়র যুগ্ম সম্পাদক ও যোশর ইউপির সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান খান, সহ সাংগঠনিক সম্পাদক ও পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল ইসলাম, বাঘাব ইউপির সাবেক চেয়ারম্যান তরুন মৃধা প্রমুখ।