শিবপুরে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ
- আপডেট সময় : ১১:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ৭৬৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার যশোর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। রবিবার (১৪ জানুয়ারি) বিকালে ইউনিয়নের শ্রীরামপুর নতুন বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সিরাজুদ্দিনের বাড়ি হইতে দেড় ভরি স্বর্ণের অলংকার চুরি হয়, এরই জের ধরে তোফাজ্জল হোসেনসহ স্থানীয়রা সন্দেহজনকভাবে সিরাজের প্রতিবেশী প্রবাসী আলামিনের স্ত্রী আমিনাকে জিজ্ঞাসাবাদ করলে, আমিনা ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনসহ ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় এবং গণমাধ্যমে সংবাদ পরিবেশন করে। উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন স্থানীয়রা।
আমিনার সাথে কথা হলে জানান,আমি চুরির ঘটনার সাথে জড়িত নই।আমি সিরাজের খালি ঘর থেকে পান খাওয়ার জর্দা আনতে গিয়েছিলাম,তাই তারা আমাকে সন্দেহ করছে। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এই চেইন চুরি করেছি।
অভিযুক্ত আমিনা প্রসঙ্গে স্থানীয়রা জানান,কোমরের বিছা,গলার চেইন, কানের দুল চুরির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখিত বিষয়টির দ্রুত সমাধান চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।